যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেলার মানুষের কল্যাণে নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গবেষণাগারে উদ্ভাবিত রোগমুক্ত জারবেরা ফুলের অনুচারা গত ২৬ আগস্ট যশোরের গদখালির পানিসারা এলাকার ফুলচাষিদের মাঝে বিতরণ করা হয়েছে। যবিপ্রবি দ্রুত যশোর শহরে ফিজিও কেয়ার সেন্টার চালু করতে যাচ্ছে। একই সঙ্গে নার্সিং কেয়ার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মলিকুলার রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক সেবাও চালুর প্রক্রিয়ায় রয়েছে। এ ছাড়া সাতক্ষীরায় উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্রাকিশ ওয়াটার সম্পদ উন্নয়নের লক্ষ্যে কোস্টাল অ্যান্ড ব্রাকিশ ওয়াটার সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। স্থানীয় ঐতিহ্য রক্ষায়ও উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়। ‘যশোরের যশ খেজুরের রস’ ঐতিহ্য ধরে রাখতে খেজুরের জাত উন্নয়ন, বাণিজ্যিকভাবে খেজুর গাছ চাষ, রস ও গুড় উৎপাদন ও বাজারজাতকরণকে গবেষণার আওতায় আনা হবে।মতবিনিময় সভায় উপাচার্য বলেন, যবিপ্রবির আয়তন মাত্র ৩৫ একর। এ...