ফের্মিন লোপেসকে হারানোর ধাক্কার মাঝে একটি স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আট দিন বাকি থাকতে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে। এই মাসের শুরুতে আন্তর্জাতিক বিরতির সময় অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ২১ বছর বয়সী এই লেফট-ব্যাক। ফলে লা লিগায় ভালেন্সিয়া ও গেতাফে এবং এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তিনি খেলতে পারেননি। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ফেরেন এই স্প্যানিয়ার্ড। যদিও লা লিগায় আগামী বৃহস্পতিবার রেয়াল ওবেইদো ও রোববার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তার খেলার সম্ভাবনা তেমন একটা নেই। ১ অক্টোবর মাঠে ফিরতে পারেন তিনি, চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেদিন ঘরের মাঠে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। গত সপ্তাহে নিউক্যাসলের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়া আরেক ডিফেন্ডার পাউ কুবার্সিও দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। গেতাফের...