গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাসায়নিকের গুদামের পাশে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাজীপুরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, গুদাম থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। এ কারণে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে কেউ যাতে না ঢুকতে পারে সেজন্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুইজন রাসায়নিক বিশেষজ্ঞ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। তবে তারা অগ্নিকাণ্ডের কারণ নিয়ে কোনো বক্তব্য দেননি। টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, “কারখানার পাশের রাস্তা দিয়ে লোকজন এবং যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তা রক্ষায় মোতায়েন রয়েছেন।” ফায়ার সার্ভিস জানায়, সোমবার বিকালে টঙ্গীর সাহারা মার্কেটের রাসায়নিকের একটি গুদামে আগুন লাগে। টিনশেডের...