জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় রয়েল ফ্রেন্ডশিপ নামে একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছেন সিভিল সার্জন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরআগে সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে সাদিয়া আক্তার জল্পনা (২৩) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় প্রসূতি সাদিয়া আক্তার মারা যাওয়ার খবর শুনে সিভিল সার্জন ডা.আজিজুল হক ওই হাসপাতালে গিয়ে অপারেশন থিয়েটার সিলগালা করে দেন। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার (২১ সেপ্টম্বর) সাদিয়াকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার (২২ সেপ্টম্বর) ওই প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনে অতিরিক্ত রক্তক্ষরনে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এতে তার অবস্থা সঙ্কটাপন্ন হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে...