তফসিল অনুসারে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ১৭১ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তিন সদস্যের নির্বাচন কমিশন। তবে গঠনতন্ত্র অনুয়ায়ী, নির্বাচন কমিশনের ১৭৭ জনের তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু যথাসময়ে বিসিবির কাছে ৬ প্রতিনিধি কাউন্সিলর ফর্ম জমা না দেওয়ায় তালিকায় তাদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি। গঠনতন্ত্রের ক্যাটাগরি-১ থেকে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, পাবনা জেলা ক্রীড়া সংস্থা এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির কেউই কাউন্সিলর ফর্ম জমা দেয়নি। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স...