রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়লেও হাসপাতালটির সেবার মান নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগের শেষ নেই। পর্যাপ্ত মশারির মজুত থাকা সত্ত্বেও অধিকাংশ রোগী বলছেন, তারা মশারি পাচ্ছেন না। এমনকি অনেকের ভাগ্যে বেডশিটও জোটেনি। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) হাসপাতালে গিয়ে দেখা যায়, কয়েকজন রোগীকে মশারি দেওয়া হলেও কোনো বেডেই তা টানানো নেই। ওয়ার্ডজুড়ে মশার উৎপাত, ভিড় আর গরমে হাঁসফাঁস অবস্থা। রোগীরা অভিযোগ করেন, বারবার চাইলেও তাদের মশারি দেওয়া হয়নি। কারও কারও অভিযোগ, মশারি না পেলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বিকল্প ব্যবস্থা নেয়নি। ফলে অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে মশার কয়েল কিনে ব্যবহার করছেন। হাসপাতালের ওয়ার্ডে প্রবেশ করতেই চোখে পড়ে স্যাঁতসেঁতে মেঝে আর নাকে আসে জমে থাকা বর্জ্যের গন্ধ। বেডগুলোতে নতুন রোগীর চাপ, পাশে...