গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ভয়াবহ কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের ১০০ মিটার এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের উপপরিচালক সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. খাইরুল বাহার বলেন, দাহ্য ও বিষাক্ত কেমিক্যাল যেখানে মজুত থাকে, সেখানে দুর্ঘটনা ঘটলে দীর্ঘস্থায়ী ঝুঁকি তৈরি হয়। আগুন নেভানোর পরও এ ধরনের কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে, যা মানুষের শরীরে ধীরে ধীরে ক্ষতি করতে পারে।একই বিভাগের আরেক শিক্ষক বলেন মো. ফারহাতুল আবরার বলেন, সাহারা মার্কেটের এ ধরনের কারখানা নগর এলাকায় বড় ধরনের হুমকি। এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ও সেফটি মেকানিজম না থাকায় দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন যেটা সবচেয়ে জরুরি, সেটি হলো আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে রাখা এবং বায়ুমণ্ডলে বিষাক্ততার মাত্রা...