”পড়াশোনা ও পরীক্ষার চাপের মাঝে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।” জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘মেহেদী উৎসব’। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমন রুমে এ উৎসবটি চলে। আয়োজন সম্পর্কে ছাত্রী সংস্থার প্রতিনিধি রেদওয়ানা খানম বলেন, “মেহেদী ইসলামি সংস্কৃতির অংশ এবং সুন্নাহ হিসেবেও গণ্য করা যায়। পড়াশোনা ও পরীক্ষার চাপের মাঝে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।” এ দিকে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলছেন সাধারণ শিক্ষার্থীরা। মেহেদী উৎসব অংশগ্রহণ করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অনেকে। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী লামিয়া খাতুন বলেন, “হাতে মেহেদী দিয়ে সত্যিই ভালো লাগছে। এ...