অ্যান্ড্রয়েডের জন্য ক্রোম ব্রাউজারে যুক্ত হচ্ছে নতুন এআইচালিত ফিচার। এবার কেবল ওয়েবপেইজ পড়ে শোনানোর বদলে ব্রাউজার নিজেই কনটেন্টর সারাংশ তৈরি করে অডিও আকারে উপস্থাপন করবে। প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অথরিটি প্রতিবেদনে লিখেছে, ‘অডিও ওভারভিউস’ নামের ফিচারের মাধ্যমে যে কোনো দীর্ঘ লেখা বা একঘেয়ে রচনা এখন পডকাস্টের মত শুনতে পারবেন ব্যবহারকারী। ব্রাউজারটির বর্তমানে সংস্করণে ফিচারটির দেখা মিলেছে, যা থেকে ইঙ্গিত মিলেছে, ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি আনবে গুগল। এআইচালিত এ ফিচারে ওয়েবপেইজের সারাংশকে দুইজন এআই হোস্টের মধ্যকার আলাপের মতো পডকাস্ট আকারে শোনাবে। ফিচারটি ব্যবহারের জন্য ক্রোম অ্যাপে একটি ওয়েবপেইজ খুলে উপরের ডানদিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করে ‘লিসেন টু দিস পেইজ’ অপশন বেছে নিন। নতুন ‘অডিও ওভারভিউস’ ফিচারটি এখানেই রয়েছে। ‘রিডিং মোড ওভারলে’-তে প্লেব্যাক স্পিড অপশনের পাশেই নতুন এক বাটন...