বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা, অনুদান প্রদান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, দপ্তর সম্পাদক ফজল হোসেন, পৌর বিএনপির সভাপতি...