শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো নিজের প্রথম ওভারে উইকেট পেলেন হুসেইন তালাতও। আফ্রিদি–রউফের মতো এই মিডিয়াম পেসারও উইকেট পেলেন দ্বিতীয় বলে। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা (১৯ বলে ২০ রান)। তালাত পরের বলেই পেয়েছেন দাসুন শানাকার উইকেটও। উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন সাবেক অধিনায়ক। পাওয়ার প্লের শেষ ওভারে হারিস রউফকে বোলিংয়ে এনেছেন সালমান আগা। চার মেরেই পাকিস্তান পেসারকে স্বাগত জানিয়েছিলেন কুশল পেরেরা। তবে দ্বিতীয় বলেই শোধ নিয়েছেন রউফ। বলের গতিপথ একটু পাল্টেই বিভ্রান্ত করেছেন কুশলকে, ক্যাচ তুলতে বাধ্য করেছেন মিড অনে। ক্যাচটি নিতে ভুল করেননি ফাহিম আশরাফ। ৪৩ রানে ৩ উইকেট হারাল লঙ্কানরা। ওভারটা অবশ্য চার–ছক্কায় শেষ করেছে শ্রীলঙ্কা। পঞ্চম বলে চার মারার পর শেষ বলে ছক্কা মেরেছেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কা পাওয়ার প্লে শেষ করল ৩ উইকেটে...