সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫ জন রোগী। মঙ্গলবার আঞ্চলিক তথ্য অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ৯২ জন, সিলেট জেলায় ৩০ জন, সুনামগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ২০ জন। শুধু চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ৫৫ জন। তবে আশার কথা, এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫ জন রোগী। মঙ্গলবার আঞ্চলিক তথ্য অফিস...