কিশোরগঞ্জের কটিয়াদীতে পরকীয়ার অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মামলার পর সোমবার দুজনকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরের দঁড়িচরিয়া কোনা গ্রামে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে প্রবাসীর স্ত্রী (২৮) ও ওয়াহিদ মিয়া (২৯) নামে এক যুবককে পেটাচ্ছেন এলাকায় হবি ডাকাত হিসেবে পরিচিত হাবিবুর রহমান। এ সময় চারপাশে ভিড় করে এ ঘটনা উপভোগ করছিলেন এলাকার কৌতূহলী নারী-পুরুষ। ভিডিওতে দেখা যায়, হাবিবুর রহমান প্রথমে একটি কঞ্চি দিয়ে দুজনকেই পেটানোর পর পাশ থেকে আরেকজন আরও তিনটি কঞ্চি এগিয়ে দেন। সেগুলো একসঙ্গে করে...