২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম ওসমাননীগর উপজেলা হাসপাতালের সামনে গোয়ালাবাজার-বালাগঞ্জ সড়কের পাশে বর্জ্য-ময়লার ভাগাড়ের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযান পরিচালনা করেছে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রাম পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বর্জ্য বাবহারে একটি ভ্যান গাড়ি আটক করা হয়। জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলাধীন গোয়ালাবাজার-বালাগঞ্জ সড়কের পাশে এবং উপজেলা হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে বাজারের আবর্জনা ও মাংস ব্যবসায়িরা গরুর উচিষ্ট -বর্জ্য ফেলে রাখে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। পথচারীরা নাকচাপে এই রাস্তা দিয়ে চলাচল করতে হতে বাধ্য হচ্ছেন। দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না। শিশুরা সকালে নাক চেপে স্কুলে যায়। গরুর গোস্তের দোকানীরা গুরুর হাড়-গোবর উচ্চিষ্ট ফেলার কারণে রাতে শিয়াল-কুকুর হাড় চামড়া...