দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। শেষ মুহূর্তে নানা ব্যতিক্রমী উপায়ে ক্যাম্পাসজুড়ে চলছে প্রচারণা। আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৯টি কেন্দ্রে হবে ভোট। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে প্রার্থীরা বিভিন্ন অভিনব কায়দায় প্রচারণা চালাচ্ছেন। বিভাগে বিভাগেও চলছে গণসংযোগ। গান গেয়ে এবং ব্যতিক্রমী প্রচারপত্রের মাধ্যমে সমর্থন আদায়। ভোটাররাও উচ্ছ্বসিতভাবে গ্রহণ করছেন প্রার্থীদের। এ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনীর ৩৫০ জন সদস্য। স্বচ্ছতা নিশ্চিতে ভোটকেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা, বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। শেষ সময়ের পরিস্থিতির ব্যাপারে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নাসিম জানান, নির্বাচনের কারণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজমান। শেষ সময়ে আমরা ভোটারদের থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। ফলে আমরা আশাবাদী দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন...