দীর্ঘদিন পর আবারও অষ্টম শ্রেণিতে চালু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এ পরীক্ষার নীতিমালা, প্রশ্ন কাঠামো, বিষয়সহ বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এবার জুনিয়র বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী-২১ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে, যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী—প্রথমদিন বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং শেষদিন ২৪ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। তিন ঘণ্টার এ পরীক্ষায় প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে...