ফরিদপুরে যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনের বাহিনী চাঁদার দাবিতে শহরের টেম্পুস্ট্যান্ডে তাণ্ডব চালিয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এসময় মাহিন্দ্র চালকরা এগিয়ে এলে তাদের ছয়জনকে পিটিয়ে আহত করা হয়। আহতরা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ফরিদপুর মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক লিয়াকত আলী বাবু মোল্লা জানান, গত ৫ আগস্টের পর ফরিদপুর যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন ও তার লোকজন ভাঙ্গা রাস্তার মোড় এলাকার পরিবহনগুলোতে চাঁদাবাজি করছেন। তারই ধারাবাহিকতায় মোড় এলাকার মাহিন্দ্রা পরিবহনগুলোতে লিমনের লোকজন চাঁদাবাজি করতে এলে শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃত জানান। এতে ক্ষুব্ধ হয়ে লিমনের সহযোগী শাহিন ও মিন্ট তাদের সমর্থিতদের...