ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের পর এই স্বীকৃতি দিয়েছে ফ্রান্সও। কিন্তু এরপরও ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের জাতিগত নিধন অভিযান। গাজা সিটির গভীর থেকে গভীরে ঢুকছে ইসরায়েলের ট্যাংক। ফিলিস্তিনকে পশ্চিমাদের দেওয়া রাষ্ট্রের স্বীকৃতি যুদ্ধের ভয়াবহত থামাতে পারেনি- সেকথাই গাজাবাসীকে মনে করিয়ে দিচ্ছে অগ্রসরমান এই ইসরায়েলি ট্যাংক। বিশ্বের শক্তিধর দেশগুলো এখন এই যুদ্ধ বন্ধ করুক-সেটিই এ মুহূর্তে ক্লান্ত-শ্রান্ত গাজাবাসীর চাওয়া। গাজায় ইসরায়েলের প্রায় দুই বছরের যুদ্ধের পর উল্লেখযোগ্য কূটনৈতিক পরিবর্তন ঘটিয়ে বিশ্ব নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বাগত জানাতে জাতিসংঘ সম্মেলনে জড়ো হওয়ার পরদিনই ইসরায়েল গাজা সিটি অভিযানে অগ্রসর হয়। ফিলিস্তিকে স্বীকৃতির এই উদ্যোগ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে তীব্র সমালোচনার শিকার হচ্ছে। ইসরায়েল বলছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখন্ডে যুদ্ধের শান্তিপূর্ণ...