নওগাঁর মান্দা উপজেলায় উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সাহাপুর ডি.এ. উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং দর্শকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, "সুস্থ দেহে সুস্থ মন থাকে। দেহকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।...