বেতন বৃদ্ধির দাবিতে বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নাটোরে ঢাকাগামী যাত্রীবাহী বাস তৃতীয় দিনের মত চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। একতা পরিবহন ছাড়া ঢাকাগামী সকল শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। রোববার রাত ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়, যা অব্যাহত রয়েছে। নাটোর শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে ন্যাশনাল, দেশ, হানিফ, গ্রামীণ ও শ্যামলীর বাস চলাচল বন্ধ থাকলেও একতা পরিবহনসহ কয়েকটি লোকাল বাস এখনও চলাচল করছে । যাত্রীরা বলেন, হঠাৎ করে বাস বন্ধের খবরে পেয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি। কাউন্টারে এসে দেখি সব বাস বন্ধ। অন্য যেসব বাস চলছে, সেগুলোর টিকিটও পাওয়া যাচ্ছে না। শ্রমিক কর্মচারীদের অভিযোগ, বর্তমানে একটি আপ-ডাউন ট্রিপে চালক পান মাত্র ১২০০ টাকা, হেলপার ৬০০ টাকা এবং সুপারভাইজার স্বল্প বেতন পান। এছাড়া...