নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলা প্রেসক্লাবের সামনে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদসভায় মিলিত হয়। সভায় বক্তারা নিউইয়র্কে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের উপর এমন বর্বরোচিত হামলা যারা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এনসিপি নেতাকর্মীরা দেশব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। প্রতিবাদসভায় বক্তব্য রাখেন— এনসিপি ভোলা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান, যুগ্ম সমন্বয়কারী...