ঢাকা মেট্রোপলিটন পুলিশের— ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি, ভারপ্রাপ্ত ডিসি রমনা) ইলিয়াস কবিরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাকে ডিএমপি সদরদপ্তরের আইসিটি বিভাগের ডিসি (ভারপ্রাপ্ত) করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ইলিয়াস কবির গত ১১ মার্চ ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত ডিসির দায়িত্ব পান। দীর্ঘদিন পদবঞ্চিত থাকা ইলিয়াস বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পদোন্নতি বঞ্চিতের পাশাপাশি পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে পদায়ন করা হয়। তার...