২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোর পর্বে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিনই পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্রামের সুযোগ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৮টায়। এর আগের দিন মূচ পূর্ব সংবাদ সম্মেলনে টানা দুই দিনে দুই ম্যাচ নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন সিমন্স। ‘টানা দুটি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে খেলা খুবই কঠিন। এটা কোনো ভালো বিষয় নয়, তবে আমরা প্রস্তুত আছি। কিন্তু টানা দুই দিনে দুটি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়। মানুষ যেমনটা ভাবে, কাজটা তার চেয়ে অনেক কঠিন।’ সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করে বংলাদেশ। শক্তিশালী ভারতকে হারাতে পারলে ফাইনাল অনেকটাই নিশ্চিত...