অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ছয় লেন প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। গত দুই বছরে সংস্কার না হওয়ায় এই মহাসড়কে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা জনদুর্ভোগে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত মহাসড়কের ৪০ কিলোমিটার অংশে ছয় লেনের কাজ শুরু ও সংস্কারের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ’। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়ছারের কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে ১৩ দফা দাবি তুলে ধরা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই ছয় লেন প্রকল্প অনুমোদিত হয়েছিল। সাত হাজার ১৮৮ কোটি টাকা ব্যয়ে ৫৪ কিলোমিটারের এই মহাসড়কটি চার লেনের মূল সড়ক...