সারাদেশেই এডিস মশার প্রকোপ বাড়ছে। পাশাপাশি চলতি বছরে আগের তুলনায় ডেঙ্গু আক্রান্তের হার এবং মৃত্যুর সংখ্যাও বেড়েছে।বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে রোদ ও বৃষ্টির এমন আবহাওয়ায় এডিস মশার বংশ বিস্তারে উপযুক্ত। আগামী অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর এমন ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে। চলতি বছরের জুন থেকেই দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়তে শুরু করে। এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন এক হাজার ১৬১ জন এবং মারা যায় ১০ জন। ফেব্রুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয় ৩৭৪ জন এবং মারা যায় তিন জন। মার্চ মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৩৩৬ জন। এপ্রিলে ডেঙ্গু আক্রান্ত হয় ৭০১ জন এবং সাতজন মারা যায়। মে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৭৭৩ জন এবং মারা যায় তিন জন। জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয় পাঁচ হাজার ৯৫১ জন এবং মারা যায় ১৯...