ইসরায়েলের অব্যাহত বসতি সম্প্রসারণ ও গাজায় যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, বেলজিয়াম ও অ্যান্ডোরা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগালও একই ঘোষণা দেয়। এই নতুন দেশগুলো যুক্ত হওয়ায় এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবর আলজাজিরার। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এর বৈশ্বিক অবস্থান শক্তিশালী হচ্ছে, যা ইসরায়েলকে তাদের দখলদারিত্বের জন্য জবাবদিহি করতে সহায়তা করতে পারে। এটি ফিলিস্তিনকে পূর্ণ কূটনৈতিক মর্যাদা, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো ফোরামে অংশগ্রহণের সুযোগ দেবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এই স্বীকৃতি ‘শান্তি ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য’ একটি...