বরগুনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কৃষি ও ক্ষুদ্রঋণ বিতরণ বৃদ্ধি, সময়মতো ঋণ আদায়, খেলাপি ঋণ হ্রাস, নতুন গ্রাহক সংগ্রহ, নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রসারসহ নানা বিষয় আলোচনা করা হয়। এছাড়া সরকারি ভর্তুকি, প্রণোদনা ও উন্নয়ন সহায়তা প্রকল্প দ্রুততম সময়ে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত। বরগুনা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— বরিশাল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবু মাহমুদ, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এস.এম জাকির হোসেন এবং বরগুনা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো....