চট্টগ্রাম:খাবারে অননুমোদিত কেওড়া জল, মোড়কে মেয়াদ না থাকা ও জুস তৈরি জন্য বাসি ফল রাখায় তিনটি প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরের জিইসি মোড় সিডিএ অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কাচ্চি ডাউনের তদারকিতে আমরা দেখেছি কেমিক্যাল ব্যবহার করেছে এবং পুরোনো খাবার রেখেছে।তাদের কিছু কিছু ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি। কেওড়া জলের (কেমিক্যাল) পরিবর্তে এলাচ, দারুচিনিসহ মসলা ব্যবহার করবে এমন নির্দেশনা দিয়েছি। ৭০ হাজার টাকা জরিমানা করেছি।ক্যান্ডিতে আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট দেখেছি। কিছুটা অসংগতি রয়েছে অপরিচ্ছন্নতার বিষয়ে। ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেএফসিতে ফ্রাই করছে পামওয়েল দিয়ে, এতে ফ্যাটের পরিমাণ একটু বেশি। স্বাস্থ্যসচেতন মানুষ এখানে খায়। আমরা...