শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ করতে যশোরের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। তিনি বলেছেন, পূজা কেন্দ্র করে কেউ অপপ্রচার বা গুজব ছড়ানোর চেষ্টা করলে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিলে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসপি রওনক জাহান জানান, যশোর জেলার ৭০৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় থাকবে বিশেষ দল, পাশাপাশি মাঠে থাকবে ৪০টি মোবাইল টিম এবং ১৭২টি মোটরসাইকেল টিম। পুলিশ নিয়মিত তল্লাশি পরিচালনা করবে এবং পূজা উদ্যাপনউদ্যাপন তিনি বলেন, গুজব প্রতিরোধে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম ২৪ ঘণ্টা কাজ করবে। ছোটোখাটো ঘটনাকে ধর্মীয় ইস্যু হিসেবে ছড়িয়ে দিয়ে গুজব ছড়ানো ঠেকাতে এই ব্যবস্থা...