পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব খেলার মাঠে অবৈধভাবে বসানো বস্ত্র মেলা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ উচ্ছেদ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিএসসিসির পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, অভিযানের পর মাঠটি পরিষ্কার করা হয়। এটি শিশুদের খেলার জন্য পুনরায় উন্মুক্ত থাকবে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও বাহাদুরশাহ পার্কের চারপাশ ও সংলগ্ন এলাকার ফুটপাত ও রাস্তা দখল করে রাখা সব অবৈধ স্থাপনা...