বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি শিগগির প্রকাশের চেষ্টা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)। বর্তমান বিধিটি সংশোধনের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হলেই দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে আগামী শিক্ষক নিবন্ধনে এমসিকিউ পরীক্ষা নিয়ে তাতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ফলে এমসিকিউ পরীক্ষার প্রশ্নের ধরন পাল্টে যেতে পারে। বিগত যেকোনো সময়ের চেয়ে আগামীতে প্রশ্নপত্র আরও কঠিন ও বিশ্লেষণমূূলক হতে পারে বলে জানিয়েছেন এনটিআরসিএ কর্মকর্তারা। এনটিআরসিএ সূত্র জানায়, প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে। এবার প্রশ্ন আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে। কারণ এক ধাপের মাধ্যমেই মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা হবে। তাই আগের মতো সহজ প্রশ্ন করা হবে না। প্রকৃত মেধাবীদের বাছাই করতে প্রশ্নের ধরনেও পরিবর্তন আনা হতে পারে। জানতে চাইলে...