মিলাপ মিলান জাভেরি পরিচালিত জনপ্রিয় কমেডি সিরিজের চতুর্থ কিস্তি ‘মাস্তি ৪’ মুক্তি পেতে যাচ্ছে। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর কমেডি নিয়ে একসঙ্গে ফিরছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসান। সম্প্রতি ছবির টিজার প্রকাশিত হয়েছে। সেটি ভাইরাল হয়েছে। হাস্যরস ও মজার মুহূর্তে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি অভিনেতা। টিজারের দৈর্ঘ্য ১ মিনিট ২৪ সেকেন্ড। এতে দর্শকরা দেখতে পাচ্ছেন রিতেশ, বিবেক ও আফতাবের হাস্যরসের মিশ্রণ, বিশেষ করে বিবেকের একটি সংলাপ যা দর্শককে ফেটে হেসে তোলে। এছাড়া এলনাজ নুরুজি, রুহি সিং, নাটালিয়া জানোসজেক ও শ্রেয়া শর্মার অভিনয় টিজারটিকে আরও আকর্ষণীয় করেছে। টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের উত্তেজনা জানিয়েছেন। কেউ লিখেছেন, “মাস্তি ৪’ ছবির টিজার সম্পূর্ণ মজার, দর্শকরা পুরোপুরি ফ্যান্টাস্টিক হাসি উপভোগ করবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বছরের সবচেয়ে ক্রেজি কমব্যাক!’ একজন ভক্ত...