মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারসহ দুই দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রেজিস্ট্রার অফিসে প্রবেশ করেন এবং তাকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।আরো পড়ুন:জবি সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদরাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা রাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা এ সময় তারা উপাচার্য বরাবর দুই দফা দাবি পেশ করে আল্টিমেটাম দেন। দাবিগুলো হলো- জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসে তালা খোলা হবে না, তবে শিক্ষার্থীদের প্রয়োজনীয় অফিস কার্যক্রম চলতে থাকবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা না করলে শিক্ষার্থী বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। পরিসংখ্যান...