তিন বছর পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের জন্যই আজ (মঙ্গলবার) এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। অপরিহার্য জয় পাওয়ার লক্ষ্যে নেমে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে সালমান আলি আগার দল। তাদের একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে, একাদশে দুই পরিবর্তন নিয়ে লঙ্কানরা আগে ব্যাটিংয়ে নামছে। এর আগে ফরম্যাটটিতে শেষবার ২০২২ টি-টোয়েন্টি এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। দুবাইয়ে অনুষ্ঠিত আসরটির ফাইনালে বাবর আজমদের ২৩ রানে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবার দুই দল খেলতে নেমেছে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে। বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। ফলে আজ যারা হারবে তাদের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে! ভারতের বিপক্ষে খেলা একই একাদশ নিয়ে আজও নেমেছে পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলা একাদশ...