চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে ঢাকা ও চট্রগ্রাম রুটে বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেন, ‘‘পরিবহন শ্রমিকেরা যে দাবিতে কর্মবিরতি পালন করছিলেন, সেসব দাবি মেনে নেওয়া হয়েছে। যার ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।’’আরো পড়ুন:কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো মরণফাঁদ খিলা ইউটার্নখুলনায় যানজট নিরসনের দাবিতে মানববন্ধন কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো মরণফাঁদ খিলা ইউটার্ন বাস চালক ও শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কর্মবিরতি শুরু করেন তারা। যার ফলে ঢাকা ও চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ কর্মবিরতি পালন করছিলেন দূরপাল্লার বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা। বাসচালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা বলেন, ‘‘গত ১৫ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ...