বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের জন্য আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২৭টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২২ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে। এর আগে ১৭ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি শূন্য পদে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে ভিন্ন ভিন্ন। বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। আবেদনের বয়সসীমা: ২৩-৯-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে আবেদনকারীর বয়স। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনেওয়েবসাইটেরমাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু: ২৩-৯-২০২৫ সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ: ২২-১০-২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। ফি জমাদানের শেষ সময়: অনলাইন...