ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় জনগণের জীবন ও সম্পদ রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছিলেন ‘আমি নির্দেশ দিয়েছি, আপনাদের স্বাধীনতা দিয়েছি, যেখানে যেমন সিচুয়েশন (পরিস্থিতি), সেভাবে... আপনারা করবেন।’ তিনি আরও বলেছিলেন, ‘আপনারা নিলিং পজিশনে গিয়ে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন।’ জুলাই-আগস্টের আন্দোলন দমনের বিষয়ে ওয়্যারলেস বা বেতার বার্তায় এভাবেই পুলিশের অধস্তনদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেওয়া এমন নির্দেশনা সম্বলিত একটি অডিও রেকর্ড জমা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে অডিওটি দুবার শোনানো হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে...