জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা এটি থামাবই। ট্রাম্প আরও বলেন, আমাদের এটি সম্পন্ন করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনাও করতে হবে। আমাদের বন্দিদের ফেরত আনতে হবে। তিনি উল্লেখ করেছেন, গাজায় যুদ্ধের কারণে ইতিমধ্যে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। ট্রাম্প আরও যুক্তি দিয়েছেন যে, হামাস বারবার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে বারবার অভিযোগ করেছে যে ইসরাইলই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, সাম্প্রতিক কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে তিনি হামাসকে ‘পুরস্কার’ হিসেবে দেখছেন। ডোনাল্ড ট্রাম্পগাজাহামাস-ইসরাইল যুদ্ধযুক্তরাষ্ট্রজাতিসংঘ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা এটি থামাবই। ট্রাম্প আরও বলেন, আমাদের এটি সম্পন্ন করতে...