রাহুল আর টিনার কথা মনে পড়ে? সেই ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির দুই চরিত্র। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে দুজনকে পাওয়া গেল একত্রে। একসঙ্গে কত হিট গানে তারা নেচেছেন, ঠোঁট মিলিয়েছেন, দর্শকের হৃদয়ে করে নিয়েছেন স্থায়ী আবাস। বুড়ো হয়েছেন দুজনই, কিন্তু স্মৃতিতে আজও তরুণ এ দুই তারকা। বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি একমঞ্চ থেকে গ্রহণ করলেন দেশটির জাতীয় পুরস্কার, প্রথমবার। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। শাহরুখ খান যৌথভাবে সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন ‘জাওয়ান’ ও বিক্রান্ত ম্যাসি ‘টুয়েলভথ ফেল’-এর জন্য। নায়ক শাহরুখ ও নায়িকা রানীকে এই আয়োজনে একত্রে দেখে ভীষণ অনুপ্রাণিত ও আবেগাপ্লুত হয়ে পড়েছেন উপস্থিত সবাই। এমনকি শাহরুখের ভক্তরা সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে প্রিয় অভিনেতাকে অভিনন্দন জানাচ্ছেন। অনুষ্ঠানে নাম ঘোষণার...