২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়ে এক অনন্য পরিস্থিতির মুখোমুখি হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয় চলার কারণে নিউইয়র্ক পুলিশ (NYPD) সাময়িকভাবে রাস্তাগুলো বন্ধ করে দিলে ম্যাক্রোঁর গাড়িবহর থেমে যায়। এ সময় তিনি নিজেই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন—আর সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা যায়, ঘটনাটি ঘটেছে জাতিসংঘ সদর দফতরের সামনের রাস্তায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁ হাস্যরসের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং ট্রাম্পকে ফোন করে মজার সুরে বলেন, “সব রাস্তাই বন্ধ হয়ে গেছে তোমার জন্য!” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁর গাড়িবহর জাতিসংঘ ভবনের বাইরে থেমে রয়েছে। রাস্তায় পুলিশ ব্যারিকেড বসানো, গাড়ি আটকে দেওয়া হয়েছে।...