২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম মোহাম্মদহাদি সারাভি চার বছরের অপেক্ষার পর আবারও বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ফিরে পেয়েছেন। এই সময়ের মধ্যে তিনি প্যারিস অলিম্পিকে স্বর্ণপদকসহ আরও কিছু শিরোপা জিতেছেন, কিন্তু এই মঞ্চে (বিশ্ব চ্যাম্পিয়নশিপে) তার সাফল্য অধরা ছিল। শনিবার রাতে জাগরেব-এ অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৯৭ কেজি ফাইনাল ম্যাচে আরতুর সারগসিয়ানকে (ইউডব্লিউডব্লিউ) ৩-১ পয়েন্টে হারিয়ে দীর্ঘদিনের শিরোপা খরা কাটালেন সারাভি। খেলার শুরুতে তিনি একটি টেকডাউন করে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন। এদিন তিনটি গ্রেকো শিরোপা ঘোষণা করা হয়। সারাভি বলেন, “আমার মতে, এই টুর্নামেন্টটা মোটেও সহজ ছিল না। এটি আমার জীবনের অন্যতম উত্তেজনাপূর্ণ এবং বৈচিত্র্যময় প্রতিযোগিতা ছিল। এখানে নতুন প্রতিপক্ষ ছিল এবং কিছু অপ্রত্যাশিত কুস্তিগির ফাইনালে ও রেপেচাজ রাউন্ডে পৌঁছেছিল। সত্যি বলতে,...