মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হকারদের পুনর্বাসনের জন্য নগরীর লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগেও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এ জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, জায়গাটি না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখানে না এলেও রাস্তা ছাড়তে হবে। তিনি বলেন, আজকে আমরা দেখতে এসেছি এ কাজ কতদূর এগোলো। আমরা ধারণা, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে। কাজ পুরোপুরি শেষ হলে একটা দিন নির্ধারণ করে এ সময়ের মধ্যে সড়ক ছেড়ে চলে যেতে বলব। এরপর না গেলে আইনগত ব্যবস্থা...