নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফরসঙ্গীদের ওপর হামলা আওয়ামী লীগের বড় ভুল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলয়েচ। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি এই প্রতিক্রিয়া জানান। ড্যানিলয়েচ লিখেছেন, ‘নিউইয়র্কে বাংলাদেশের অফিসিয়াল জাতিসংঘ প্রতিনিধিদলের একজন সদস্যকে হেনস্তা করার পর গ্রেপ্তার এক দুর্বৃত্তকে মুক্ত করার পর আওয়ামী লীগের সদস্যরা জয়ের আনন্দ উদযাপন করছেন। কৌশলগত দিক থেকে এটি তাদের জন্য বড় ভুল।’ সাবেক এই কূটনীতিক আরও লিখেছেন, ‘প্রথমত, আক্রমণের শিকার রাজনীতিবিদরা ধৈর্যের পরিচয় দিয়ে যথাযথভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা বলেছেন, ঢাকার রাস্তায় শেখ হাসিনার গুলির মুখোমুখি হওয়ার পরও তারা নিউইয়র্কের এই দুষ্কৃতীদের ভয় পায় না। এ ঘটনা আমেরিকায় বিএনপি, এনসিপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে ঐক্য আরও দৃঢ় করেছে।’ ড্যানিলয়েচ আরও উল্লেখ করেছেন, ‘দ্বিতীয়ত, আওয়ামী লীগ নিজেদের মার্কিন...