রাজবাড়ীর কালুখালীতে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ মাঠে কালুখালী উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন— উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মামুন অর রশীদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান আলী শেখ, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, মাজবাড়ী সিদ্দিকিয়া আহম্মেদিয়া সেরাতুল হক আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলাম, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ...