বিদ্যুতস্পৃষ্টে লজ্জাবতী বানরের মৃত্যু, উদ্ধার হয়েছে বিশাল আকৃতির অজগর NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মৌলভীবাজার:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনের ব্যবধানে আবারও বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। উদ্ধার হয়েছে একটি বিশাল আকৃতির অজগরসহ ২টি সাপ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশান পরিষ্কার করতে গিয়ে ঝোপর ভিতর একটি অজগর সাপ দেখতে পান পরিচ্ছতান্নকর্মীরা। সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটির বিশাল আকৃতির অজগরটি উদ্ধার করেন। সজল দেব জানান, উদ্ধার করা অজগরটি ১৪ ফুট লম্বা এবং এর ওজন ২৫ কেজি।...