আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গকসু নির্বাচন। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। রিটার্নিং অফিসের তথ্য অনুযায়ী, এবারে প্রার্থী হয়েছেন ৫৭ জন। ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে রঙিন প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যম, লিফলেট সবখানেই শোনা যাচ্ছে প্রতিশ্রুতির সুর।এবারকার ইশতেহারগুলোর তালিকা দীর্ঘ। আবাসন সংকট নিরসন, ক্যান্টিনে ভর্তুকি, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, আধুনিক অবকাঠামো নির্মাণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, গবেষণা তহবিল, নিয়মিত নির্বাচন আয়োজন, ক্যারিয়ার ভিত্তিক জব ফেয়ার - সবই জায়গা করে নিয়েছে প্রার্থীদের ঘোষণায়।অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন ‘One Bed, One Table, One Chair’ নীতিতে আবাসিক হল নির্মাণ, আধুনিক টিএসসি ও অডিটোরিয়াম, স্বাস্থ্যবিমা, এমনকি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক চুক্তি করে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির। নারী শিক্ষার্থীদের জন্য এসেছে বিশেষ প্রতিশ্রুতি - মাতৃত্বকালীন একাডেমিক সুবিধা, প্রতিটি বিভাগে রিডিং রুম ও...