জুলাই অভ্যুত্থানের সময়ে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ‘সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে’ পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন বলে সাক্ষ্য দিয়েছেন পুলিশের এক সদস্য। এএসআই কামরুল হাসান ওয়্যারলেস অপারেটর হিসেবে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত রয়েছেন। জুলাই অভ্যুত্থানের সময় ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ৫০তম সাক্ষী হিসেবে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন কামরুল। তিনি বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই এক বেতার বার্তায় হাবিবুর রহমান ওই নির্দেশনা দেন। ওই বেতার বার্তাটি এ সময় বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের সামনে শোনানো হয়। কামরুল তার সাক্ষ্যে বলেন, আন্দোলনের মধ্যে সেদিন তিনি ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত তার ডিউটি...