অভিযুক্ত সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার বদরুল আমিন সালামের ছেলে। মামলার এজাহারে বলা হয়, চার-পাঁচ মাস আগে সোহেল কোম্পানির ডিলারশিপ নেন। গত ১৮ সেপ্টেম্বর ডিলারদের নিয়ে এক অফিস মিটিং শেষে সোহেল ওই নারী ডিপো ম্যানেজারের মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে ফোন করে তাকে জরুরি কথা বলার কথা বলে অফিসে ডাকেন। ওই নারী সকালে অফিসে গিয়ে তালা লাগানো দেখতে পান। এরপর সোহেল তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে একা অবস্থায় নারী চলে যেতে চাইলে সোহেল মারধর করেন, মুখে হিজাব গুঁজে দেন এবং ধর্ষণ করেন।...