ফেনী জেলাকে প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সাথে সংযুক্ত না করে পূর্বের মতো চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ফেনীবাসী।’ মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় ফেনী একটি স্বাধীন বিভাগ হিসেবে গড়ে ওঠার সক্ষমতা রাখে। যদি সরকার ফেনীকে স্বাধীন বিভাগ ঘোষণা না করে, তবে জেলাটি অবশ্যই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত থাকতে হবে। কোনভাবেই কুমিল্লা বিভাগের সাথে যুক্ত হওয়া ফেনীবাসী মেনে নেবে না। তারা আরও হুঁশিয়ারি দেন, সরকারের পক্ষ থেকে এ জনদাবি উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে, ফেনীবাসী সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা ফেনীবাসী’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী। সাধারণ সম্পাদক ও...