রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মাঝে পৌর বৃত্তি প্রদান করেছে গোদাগাড়ী পৌরসভা। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় গোদাগাড়ী পৌরসভা চত্বরে বৃত্তি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও গোদাগাড়ী পৌর প্রশাসক ফয়সাল আহমেদের সভাপতিেেত্ব ।বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক জাকিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাঃ আব্দুল মানিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সারওয়ার জাহান, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। বৃত্তির সঙ্গে বই ও ফলের গাছ দেওয়ার মধ্য দিয়ে শিক্ষা ও পরিবেশ সচেতনতার প্রতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। প্রধান অতিথি জাকিউল ইসলাম তার বক্তব্যে বলেন,শিক্ষার্থীরা দেশের...